সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে যুবক। এ সময় স্থানীয়রা ওই যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত ছাত্রী স্থানীয় পিয়ার আলী স্কুল অ্যান্ড কলেজে এর সপ্তম শ্রেণিতে পড়তো বলে জানা যায়।
এদিকে ওই স্কুল ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাভারে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
আটককৃত আবদুল রাজ্জাকের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে। সে ভাদাইল এলাকার ছামাদ আলীর বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন জানায়, ওই স্কুল শিক্ষার্থী মধ্যবিরতির সময় বাসায় ফিরে । এ সময় তাকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে আবদুল রাজ্জাক । ওই স্কুল ছাত্রী বাধা দিলে কক্ষে থাকা বটি দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।