সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় তানিয়া আক্তার নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে আশুলিয়ার দক্ষিন শ্রীপুর তালপট্টি এলাকার হাজী চান মিয়া মন্ডলের বাড়ি থেকে এ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।
নিহতের বাড়ি বাগেরহাট জেলার মরলগঞ্জ থানার বারই খালী গ্রামে, সে স্বামী ও সাড়ে চার বৎসেরর শিশু সন্তান নিয়ে কক্ষ ভাড়া করে থাকতেন এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের হপলুন বিডি লিমিটেড নামের এক গার্মেন্টসে ওর্য়াকার হিসেবে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফুল মিয়া খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।