সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
সাভারে এক ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে সাভারের মজিদপুর এলাকার ইউসুফ হোসেনর মালিকনাধীন ডোবা থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, পথচারীদের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘুম করার উদ্দেশ্যে এখানে ফেলে গেছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।