সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
সাভারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট তল্লাশী চালিয়ে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইয়াবা বিক্রি করার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- সামাইর টেকপাড়া এলাকার মোহাম্মদ আফতাব উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (২৫) ও মৃত বাবুল মিয়ার ছেলে নামিদ হোসেন (২৮)।
এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১০০ পিচ ইয়াবা পাওয়া যায়।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলেছে ।