সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
সাভারের আশুলিয়ায় নিখোঁজ আট বছর বয়সী এক বাক প্রতিবন্ধী এক শিশুর পরিচয় সনাক্তকরণ নিয়ে বিপাকে পড়েছে থানা পুলিশ। গত দুই সপ্তাহ পূর্বে এক ব্যক্তি শিশুটিকে খুঁজে পেয়ে আশুলিয়া থানায় হস্তান্তর করলেও এখন পর্যন্ত তার পরিচয় মেলেনি।
গত ১১ জুলাই রাত ১০টার দিকে জনৈক শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি দক্ষিণ শ্রীপুর এলাকার তালপট্টি শমসের প্লাজার সামনে ঐ শিশুটিকে খুঁজে পেয়ে থানায় হস্তান্তর করেন।
এ ব্যাপারে এসআই ফারুক হোসেন জানান, শিশুটি বাক প্রতিবন্ধী হওয়ায় সে তার নাম ও পরিচয় জানাতে পারছিল না। পরবর্তীতে থানার উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তাকে ভবখুড়ে মিরপুর আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দেয়। এছাড়াও শিশুটি যাতে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে সে জন্য পুলিশকে সার্বিক সহযোগিতারও নির্দেশ দেয় আদালত। কিন্তু শিশুটি কথা বলতে না পারায় এখনও পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করতে পারেননি।