সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
সাভারে বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গতকাল রাতে সাভারের চাঁপাইন তালতলা এলাকার খোকন মিয়ার বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গতকাল রাতে বাসায় কেউ না থাকায় প্রতিবেশী বখাটে যুবক শাহিন মিয়া (১৮) শিশুটিকে নিজের ভাড়া বাসায় ডেকে নিয়ে মুখ চেপে জার পূর্বক ধর্ষণ করেন। পরে শিশুটি চিৎকার দিলে ধর্ষণকারী যুবক কৌশলে পালিয়ে যায়।
ধর্ষনের শিকার ওই শিশুটির বাড়ি জামালপুর জেলার মেলান্দ থানার পচাবোয়ালা গ্রামে। তার বাবার নাম জিয়াউল মিয়া। সে তার পরিবারের সাথে সাভারের চাঁপাইন তালতলা এলাকার খোকন মিয়ার বাড়িতে একটি কক্ষ ভাড়া করে থাকে এবং স্থানীয় একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করতো।
অন্যদিকে সাভারের ডগরমোড়া এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাসেল (২৪) নামের এক যুবককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, ধর্ষণের শিকার শিশু দুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।