সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার নিহত শ্রমিকদের স্বরণ করে রানা প্লাজার সামনে অস্থায়ী শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রমিকরা।
রবিবার দুপুরে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর ব্যানারে শ্রমিকরা নিহত ও আহত স্বরণ করে শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি আমিরুল হক আমিন বলেন, রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টস এর মত ভয়াভহ শ্রমিক দুর্ঘটনা যেন আর না ঘটে সেজন্য সবাইকে সর্তক থাকার আহবান জানান।
এছাড়া আজ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিকরা নানা কর্মসুচী পালন করেন।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ সকাল থেকে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।