সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস
আশুলিয়ার নবীনগর এলাকায় ইট বোঝাই ট্রাকের চাপায় অমূল্য সরকার নামের এক পথচারী নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক রয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। এ সময় ঘটনা স্থলেই তার মৃত্য হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম অমূল্য সরকারের বাড়ী ঢাকা জেলার ধামরাই উপজেলার খাগাইল গ্রামের নেদু চরন সরকারের ছেলে। সে ঢাকা পবিস-১ এর কন্সালট্যান্ট বিভাগের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) আজহারুল জানায়, পুলিশ ঘটনাস্থল পরির্দশন শেষে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।