সাভারে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আগের সংবাদ

সাভারে তিন ভূয়া ডিবি পুলিশ আটক

পরের সংবাদ

আশুলিয়ায় ছিনতাইয়ের ঘটনায় আটক ১

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:১৫ অপরাহ্ণ, ১১/০৭/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে নগদ টাকা লুটপাট করেছে ছিনতাইকারীরা। এসময় রবিন কর্মকার নামের (৩৩) এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত তিনটার দিকে আশুলিয়ার দক্ষিণ গৌরিপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত ওই ব্যবসায়ী দক্ষিণ গৌরিপুর এলাকার আব্দুল জলিলের ছেলে।

এলাকাবাসীরা জানায়, রাতে একটি দোকানে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিলেন ফারুক মিয়া (৪২) । এসময় একদল ছিনতাইকারীরা তাকে আটক করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ সময় সে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে রবিন কর্মকার নামের এক ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল আউয়াল জানায়, এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।