সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
সাভারের হেমায়েতপুর থেকে হেরোইনসহ রাবেয়া বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার নিকট তল্লাশী চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
মঙ্গলবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরে পূর্ব শ্যামপুর নাজির উদ্দিনের বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় তার স্বামী রুবেল হোসেন পালিয়ে গেছে।
রাবেয়া বেগম এর গ্রামের বাড়ি রাজশাহী জেলার পুটিয়া থানায় বলে জানা যায়।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাভার জোনের পরিদর্শক কাজী কামরুজ্জামান জানান, গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাবেয়া বেগমকে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে তার নিকট হতে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তবে এ ঘটনায় রাবেয়ার স্বামী পালিয়ে গেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।