আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

আগের সংবাদ

সাভারে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

পরের সংবাদ

আশুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভবন উদ্বোধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:২৩ অপরাহ্ণ, ১০/০৭/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের ৬৮ লক্ষ বরাদ্দ থেকে নতুন ভবনটি নির্মাণ করা হয়।

মঙ্গলবার দুপুরে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে স্কুলের নতুন ভবন উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার ও সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে। এসময় তিনি উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, সাভার উপজেলা প্রকৌশলী ধীরেন দেব নাথ, আশুলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিনসহ আরো অনেকে।