সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধ্যান ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারী শিক্ষার্থীরা।
রবিবার বিকেলে বিশ^বিদ্যালয়ের প্রীতিলতা হলের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিল থেকে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধ্যান ও নিরাপদ ক্যাম্পাসের দাবি করেন, এছাড়া শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারও দাবিও করেন তারা।
এদিকে নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করতে পারে, এমন জানতে পেয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।