সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ উদ্ধারের ব্যবস্থা করছে।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ই পাড়া জামে মসজিদ এর সাথে এ দূঘটনা ঘটে।
প্রাথমিক ভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগর চন্দ্রা মহাসড়কের বাড়ই পাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় চন্দ্রগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্য হয়। তবে স্থানীয়রা কাভার্ড ভ্যানটি ধাওয়া করলেও আটক করতে পারেনি।