সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও বাসের চালক পালিয়ে যায়।
রোববার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার গার্মেন্টস এর সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম উইলিয়াম মার্টি, তার গ্রামের বাড়ি রাজশাহী বলে জানা যায়। সে আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ ১ এ কর্মরত ছিলো।
পুলিশ জানায়, সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহা সড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেল্স গার্মেন্টস এর সামনে সে ডিউটিরত অবস্থায় দাড়িয়ে ছিলো, এ সময় আব্দুল্লাহপুরগামী একটি বাস অন্য একটি গাড়ীকে ওভারটেকিং করার সময় তাকে চাপা দেয়, স্থানীয়া তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল কালাম আজাদ জানায়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও তার চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।