সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় মমতাজ উদ্দিন হাসপাতালে ভুল চিকিৎসায় লাইলী বেগম (৩২) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার রাতে পলাশবাড়ি এলাকার ওই ক্লিনিকের চিকিৎসকরা টনসিল অপারেশন করতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত লাইলির স্বামী আবুল কাশেম জানায়, দীর্ঘদিন যাবৎ তার স্ত্রী ঠান্ডা জণিত টনসিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকালে তাকে মমতাজ জেনারেল হাসপাতালের চিকিৎসক আমার স্ত্রীকে অপারেশন হওয়ার পরামর্শ দেন। রাতে অপারেশন চলাকালে ওই তার মৃত্যু ঘটে। ঘটনার পর ডাক্তার এবং হাসপাতাল পরিচালনা কমিটির লোকজন গা ঢাকা দেয়।
এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং দায়ীত্বরত চিকিৎসকদের অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এঘটনায় নিহতের স্বামী আবুল কাশেম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।