সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
সাভার ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য বাজেট ঘোষনা করা হয়েছে। এ সময় পৌরসভার অনলাইন সেবা উদ্বোধনও করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভার পৌরসভা মিলনায়নের আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জাফর আহমদ চৌধুরীরর উপস্থিতে পৌর মেয়র হাজী মোঃ আবদুল গণি এ বাজেট ঘোষনা করেন।
এবার সর্বমোট ১৫০ কোটি ৯০ লক্ষ ৮৩ হাজার ২৯১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ৩৯ লক্ষ ৪৫ হাজার ৪৫২ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫১ লক্ষ ৩৭ হাজার ৮৩৯ টাকা।
এ বাজেট পেশ করেন পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ ছামছুদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্যানেল মেয়র ও পৌর দুই নং ওয়াড কাউন্সিলর নজরুল মানিক মোল্লা।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌর মেয়র হাজী আবদুল গণির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ।
এর আগে ল্যাপটপের মাধ্যমে অনলাইন সেবা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জাফর আহমদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইমাম, সচিব সিকদার মোহাম্মদ আব্দুর রব, মেডিকেল অফিসার ডাঃ আয়েশা সিদ্দীকাসহ পৌর সভার বিভিন্ন ওয়ার্ড এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।