সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ার মরাগাং এলাকায় যাত্রীবাহী বাস ও কার্ভাড ভ্যান এর সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার বিকেলে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় শারমিন গ্রুপের কার্ভাড ভ্যানটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।
নিহতের নাম মিরাজুল ইসলাম, সে শারমিন গ্রুপের কাভার্ড ভ্যান এর হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনার জেলার আমতলী থানায় বলে জানা যায়।
পুলিশ জানান, বাইপাইল থেকে আব্দুল্লাপুরগামী বাসকে ওভারটেকিং করার সময় এ সংঘর্ষ এর ঘটনা ঘটে। এতে করে কাভার্ড ভ্যান এর ড্রাইভার ও হেলপার গুরুতর ভাবে জখম হন। পরে তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপারকে মৃত বলে ঘোষনা করেন এবং ড্রাইভারের অবস্থা আশঙ্খা জনক।
এ ব্যাপারে আশুলিয়া থানা উপ-পরির্দশক (এসআই) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়েররে প্রস্তুতি চলেছে ।