সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস
ধামরাইয়ে রৌহ এলাকার এক শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় সন্দেহে সোহান (২২) নামের এক যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয় ।
মঙ্গলবার রাতে রৌহা বাজার থেকে এ এস আই দীনেশ ঘোষের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।
আটক সোহান ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রমজান আলী গেদুর ছেলে।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ রিজাউল হক বলেন, আলামত দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহানকে আটক করা হয়।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার ধামরাইয়ের রৌহা এলাকায় প্রথম শ্রেনিতে পড়ুয়া পূর্নিমা আক্তার নামের এক স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যা করে নিজ বাড়ির পাশে বাঁশ ঝাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। এঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতদের আসামী করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করে।