সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কল্যাণ সরকার হৃদয় এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে ক্লাস বন্ধ রেখে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার ডেইরি ফার্ম এলাকায় ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন। এসময় মানববন্ধনে স্কুলের প্রায় কয়েক’শ শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
এ সময় মানববন্ধন থেকে শিক্ষার্থীরা অবিলম্বে ওই শিক্ষার্থী হত্যা কান্ডের মুল আসামী সাভার ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান সরকারের কাছে। আগামী এক সপ্তাহের মধ্যে খুনি শিক্ষক আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার না করা হলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে কঠোর আন্দোলন দেওয়ার ঘোষনা দেন তারা।
অন্যদিকে আজ দুপুরে ডেইরি ফার্ম স্কুলে এঘটনায় শিক্ষকরা জরুরী বৈঠকে বসেছেন বৈঠকে ওই শিক্ষককে বহিস্কার করা হতে পারে বলে জানিয়েছে ডেইরি ফার্ম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিয়া।
এদিকে নিহত কল্যাণ সরকারের হত্যাকারী মুল হোতা স্থানীয় সাভার ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস এঘটনার পর থেকে বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পলাতক রয়েছে।