সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ার পৃথক স্থান থেকে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রাতেই মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বৃহস্পতিবার রাতে আশুলিয়ার সুবন্দি খালপাড় ও নবীনগর–চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকা থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে আশুলিয়ার সুবন্দি খালপাড় এলাকার একটি ডোবার পানিতে অজ্ঞাত (২৩) এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যার পর লাশ পানিতে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা ।
অন্যদিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে মৃতদেহ দুইটির পরিচয় জানা যায়নি।
এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বলেন, এঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।