সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কল্যাণ সরকার হৃদয় এর হত্যাকারীদের দ্রুত গেপ্তার করে ফাঁসির দাবিতে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন। এসময় মানববন্ধনে কয়েক’শ শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
এসময় মানববন্ধন থেকে শিক্ষার্থীরা নিহত শিক্ষার্থী কল্যাণ সরকার হৃদয়ের হত্যা কারীদের দ্রুত গেপ্তার করে ফাঁসির দাবি জানান সরকারের কাছে। এদিকে নিহত কল্যাণ সরকারের হত্যাকারী মুল হোতা স্থানীয় সাভার ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস এঘটনার পর থেকে বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পলাতক রয়েছে।