সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
সাভারে কৃষক ও কৃষানীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেস প্রকল্প এনএটিপি ২ এ কর্মলাশার আয়োজন করে।
বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে এ কর্মলাশা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার,কৃষকদের জন্য সরকার অনেক উন্নয়ন করেছে। বর্তমান সরকার বন্যাত এলাকায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার বিতরণ করছে।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম ভুইয়া, সাভার উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল নাহারসহ আরো অনেকে।
এসময় সাভার ও আশুলিয়ার প্রায় ১০০ জন কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।