সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নব নিযুক্ত সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ।
বুধবার সকাল ৯টার দিকে তিনি হেলিকপ্টার যোগে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌছলে তাকে স্বাগত জানান সাভার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন। পরে সেনাবাহিনীর প্রধান বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্বরণে এক মিনিট নিরবে দাড়িয়ে থাকেন। এসময় বিউগলে করুণ সুর বেজে উঠে ও তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সবশেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় তার সাথে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।