সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে গোডাউনের ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার সন্ধায় বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের সাথে আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকার আসাদ মেডিকেল এর বিপরীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এলাকাবাসীরা জানায়, সন্ধার দিকে বগাবাড়ী বাজার এলাকার আসাদ মেডিকের বিপরীতে গোডাউনে ও ভাঙ্গারীর দোকান গুলোতে হঠাৎ করে আগুন দেখা যায় । এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, ততক্ষণে গোডাউনের ভিতরে থাকা সমস্ত মামলাল পুড়ে ছাই হয়ে যায়।