সাভার উপ‌জেলা আওয়ামীলী‌গের ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত

আগের সংবাদ

নতুন সেনাপ্রধান হলেন আজিজ আহমেদ

পরের সংবাদ

আশুলিয়ায় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:৩৮ অপরাহ্ণ, ১৮/০৬/১৮

নিজস্ব প্রতিবেদক,আশুলিয়া এক্সপ্রেসঃ

আশুলিয়ার আউকপাড়া এলাকায় অভিযান চালিয়ে শুটারগ্যানসহ খোরশেদ আলম নামে এক চিহিৃত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

সোমবার(১৮জুন) বিকালে আশুলিয়ার আউকপাড়া বেলামা এলাকায়  তাকে আটক করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক(এসআই) সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আউকপাড়ার বেলামা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার অন্য সহযোগিরা পালিয়ে যায়। খোরশেদের বিরুদ্ধে চাঁদাবাজি ও আউকপাড়ায় এলাকা সন্ত্রাসী কাযক্রম চালানোর অভিযোগ রয়েছে।এছাড়া তার বিরুদ্ধে থানায় ৪ টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, প্রথমে খোরশেদ দাবী করে তার অস্ত্রটি লাইসেন্স প্রাপ্ত। পরে খোঁজ নিয়ে জানা যায় অস্ত্রটি অবৈধ। সে অস্ত্রের মাধ্যমে এলাকায় ভযভীতি সৃষ্টিসহ বিভিন্ন অপারাধমুলক কর্মকান্ড চালায়।

এই এঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানা অস্ত্র আইনে মামলা দায়ের করা করেছে। তার বাকী সহযোগিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।