সব
নিজস্ব প্রতিবেদক,আশুলিয়া এক্সপ্রেস
সাভার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলে এলাহী কমিউনিটি সেন্টারে সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপিত মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে এ আয়োজন করা হয়।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব ফিরোজ কবীর,সাভার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু শহীদ ভূইয়া, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সৈয়দ আহম্মেদ মাস্টার, স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামসহ আওয়ামীলীগের থানা, ইউনিয়নের নেতাকর্মীরা।
এছাড়া অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলী হায়দার। আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।