ধামরাই

আশুলিয়া রাইডার্স এর উদ্যোগে এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

আগের সংবাদ
ছবি: সংগৃহীত

ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রমিলাদের এশিয়া জয়

পরের সংবাদ

আর্জেন্টিনার পতাকা টাঙা‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে ক‌লেজ ছা‌ত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১০:৫১ পূর্বাহ্ণ, ১০/০৬/১৮

নিজস্ব প্র‌তি‌বেদক, আশু‌লিয়া এক্স‌প্রেসঃ

রা‌শিয়া বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল হালিম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ১০টার দি‌কে ধামরাইয়ে কুশুরা পানকাত্তা এলাকায় এ ঘটনা ঘ‌টে।

সে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের পানকাত্তা এলাকায় জাফর উল্লার ছেলে। নিহত হালিম ধামরাই‌য়ের আফাজউ‌দ্দিন ক‌লেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র।

এলাকাবাসী জানায়, পতাকা টাঙাতে গিয়ে পাওয়ার গ্রি‌ডে সরবরাহকৃত তা‌রের সা‌থে বিদ্যুৎ স্পৃষ্ট হ‌য়ে হা‌লি‌মের মৃত হ‌য়ে‌ছে। ত‌বে এব্যাপা‌রে থানা পু‌লিশ‌কে জানা‌নো হয়‌নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক দিপু জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হ‌য়ে মৃত্যুর ঘটনা আমা‌দের জানা নেই। এমন তথ্য পে‌লে অব্যশই ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।