সব
নিজস্ব প্রতিবেদক:
সাভারে পৃথক অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ চার জনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের নিকট হতে ২৮০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার সকালে সাভার পৌর এলাকার ডগোরমোড়া আহসান হাব্বিবের বাড়ির তৃতীয় তলা ও সাভার সদর ইউনিয়নের আউকপাড়া মাছের বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাভার ডগোরমোড়া এলাকার শাকিল আহম্মেদ লাকি (২৭) ও বোরহান উদ্দিন (২৩) এবং সাভার সদর ইউনিয়নের আউকপাড়া এলাকার স্বামী-স্ত্রী হৃদয় (২২) ও নূপুর (১৯) ।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ডগোরমোড়া ও আউকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৩০০ পুরিয়া হেরোইনসহ শাকিল ও বোরহানকে আটক করা হয়।
অন্যদিকে সাভার সদর ইউনিয়নের আউকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পুরিয়া হেরোইনসহ মাদক বিক্রেতা দম্পতি হৃদয় ও নূপুরকে আটক করা হয়।
এ ঘটনায় সাভার মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।