সব
নিজস্ব প্রতিবেদক:
সাভারে আকলিমা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার সকালে সিএনবি আশুলিয়া সড়কের সরকারি ছাগল উন্নয়ন খামারের সামনের সড়ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আমডালা গ্রামের সাদ্দাম মোল্ল্যার স্ত্রী বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, সকালে সাভারের ছাগল উন্নয়ন খামারের সামনে সড়কের পাশে একটি নারীর মৃতদেহ পরে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী সাদ্দাম মোল্ল্যা জানান, দুই দিন আগে ঈদের কেনাকাটার জন্য সাভারে যায় আকলিমা। পরে আজ সকালে গ্রামের বাড়ি মানিকগঞ্জের উদ্দেশে রওনা হয়। কিন্তু পথে কেউ তাকে হত্যা করে ফেলে রেখে যায়।
এ বিষয়ে সাভার মডের থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ উদ্দিন জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।