সব
নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ার বাইপাইল ব্রিজের নিচে থেকে অজ্ঞাতনামা এক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ব্রিজের নিচে থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।প্রাথমিক ভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, এখানে প্রতিদিন বেশ কিছু যুবক মাদক সেবন করে থাকে। সকালে আর্বজনা ফেলতে গিয়ে অজ্ঞাতনামা ওই যুবকের মৃতদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে তারা এসে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল আউয়াল জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, তবে মৃত্যুর কারন প্রথমিক ভাবে জানা যায় নাই। তবে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।