সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
অসহায় দুস্থ ও এতিমদের সাথে ইফতার করেছে আশুলিয়া রাইডার্স। পরে এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার সন্ধ্যায় আশুলিয়ার গাজিরচট দর্গাপাড় এলাকার একটি এতিমখানা ও মাদ্রাসায় এ সব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আশুলিয়া রাইডার্স এর সকল সদস্যের উপস্থিতিতে ছেলেদের জন্য পাঞ্জাবীর পিচ, মেয়েদের জন্য হিজাব, একটা ফ্যান ও ৫টি কোরআন শরীফ বিতরণ করা হয়।
আশুলিয়া রাইডার্স এর ফাউন্ডার আমিনুল আবির জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আশুলিয়া রাইডার্স এর পক্ষ থেকে অর্ধশতাধিক দুস্থ ও এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং এই ধারা আমরা আগামীতেও অব্যাহত রাখবো।
এ সময় অনুষ্ঠানে এতিমখানার মেয়ে ও ছেলেরা ঈদ সামগ্রী পেয়ে অনেকটাই খুশি ও সন্তষ্ট হতে দেখা গেছে।
সে সময় ওই এতিমখানা ও মাদ্রাসার সকল শিক্ষককে উপস্থিত থাকতে দেখা গেছে।