সব
নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ায় সাবেক সেনা কর্মকর্তা (সার্জেন্ট) আরিফ বিল্লা হত্যাকান্ডের ঘটনায় সজীব নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সজীব পলাশবাড়ি এলাকার নিজাম উদ্দীনের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) মশিউর রহমান নয়ন বলেন,ঘটনাস্থলের আশপাশের এলাকার বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ সংগহ করে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটানার সাথে জড়িত থাকার সন্দেহে সজীব নামের একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা চলছে। এছাড়া হত্যা কান্ডের সাথে জড়িতের অতি দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে গাজীরচট বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছুরিঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে গুরত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঢাকা সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন
সাবেক সেনা কর্মকর্তা আরিফ বিল্লা মারা যান। এঘটনায় নিহতের স্ত্রী বিউটি আক্তার জুঁই বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।