সব
নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় রমজান মাসের তাৎপর্য নিয়েও আলোচনা করা হয়।
বুধবার বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শহিদুল্লাহ মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সায়েম মোল্লা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান, শিমুলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি নজরুল ইসলাম শিমুলসহ স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় বিভিন্ন নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আলোচনা শেষে দেশ ও দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও জাতীর পিতা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয় ।