সব
আশুলিয়া এক্সপ্রেস প্রতিবেদক: সাভারের মজিদপুর এলাকা থেকে ৪১ লিটার চোলাই মদসহ নাছির উদ্দিনও আজিজুল হক নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত দশটার দিকে সাভারের মজিদপুর এলাকার জনৈক সবুর আলীর বাড়ির চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঝালকাটি জেলার সদর থানার মকরমপুর গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে নাসির উদ্দিন (৪০) এবং অন্যজন বরিশাল জেলার মোলাদি থানার মৃত আউয়াল হাওলাদারের ছেলে আজিজুল হক লিটন (৩৫) বলে প্রাথমিক ভাবে জানা যায় ।
পুলিশ সূত্রে জানা যায়, আটক দুই মাদক ব্যবসায়ী সবুর আলী ও আজিজুল হক লিটন মজিদপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ মদ তৈরী ও বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৩টি বোতল ভর্তি প্রায় ৪১ লিটার চোলাই মদসহ তাদের আটক করে পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) শেখ তারিকুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করার পরে আগামীকাল দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে ।