সব
নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়া থেকে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যায় জড়িত প্রধান ২ আসামীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বন্দুক যুদ্ধের নামে হত্যা, সেনা রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধসহ বিভিন্ন লিফলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বুড়ির বাজার এলাকার একটি বাড়িতে তাদের অবস্থান জানার পর নানিয়ারচর থানার বার্তা প্রাপ্ত হয়ে আশুলিয়া থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- রাঙ্গামাটির বাসিন্দা রিপন চাকমা ও সুনীল ত্রিপুরা। তারা ইউপিডিএফ’র সদস্য।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন জানান, রাঙ্গামাটিতে উপজেলা চেয়ারম্যান হত্যাকা-ে জড়িত দুই আসামী আশুলিয়ায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে বুড়ির বাজার এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।