সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সারা দেশের মতো সাভার শিল্পাঞ্চলে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে আর্ন্তজাতিক শ্রমিক দিবস। উপজেলার বিভিন্ন এলাকায় র্যালী, মানব বন্ধন ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাপুর মহাসড়কের বিভিন্ন স্থানে এই কর্মসূচী পালন করেছেন কয়েক লাখ শ্রমিক।
এসময় শ্রমিক ও শ্রমিক নেতারা, নূন্যতম মজুরী, ট্রেড ইউনিয়ন অধিকার, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল ও বিনামূল্যে চিকিৎসা সেবা, শ্রমিক নিযাতন-মামলা হামলার বন্ধসহ নানা দাবী তুলে ধরেন। পাশাপাশি এই দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে অনুরোধ করেন।