সেনাবাহিনীর তিনটি আর্টিলারি ইউনিটের পতাকা উত্তোলন

আগের সংবাদ

বাসে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে সাভারে মানববন্ধন

পরের সংবাদ

সাভারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৩৫ অপরাহ্ণ, ২৬/০৪/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে পণ্যবাহী ট্রাক চাপায় তসলিম নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) দীপঙ্কর জানায়, মোটরসাইকেল নিয়ে নিহত তসলিম বলিয়ারপুর থেকে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে সাভারে আসছিলেন। এসময় সে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় পৌছেলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তসলিম নিহত হয়। স্থানীয়রা এসময় ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।