ধামরাই

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছয়তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আগের সংবাদ

সেনাবাহিনীর তিনটি আর্টিলারি ইউনিটের পতাকা উত্তোলন

পরের সংবাদ

ধামরাইয়ে দুই বাসের মুখামুখি সংঘর্ষ; নিহত ১, আহত ২০

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৩৯ অপরাহ্ণ, ২৪/০৪/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে দুই যাত্রীবাহী বাসের মুখামুখি সংঘর্ষে নিহত ১ ও আহত হয়েছেন আরও ২০ জন।

মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের কচমচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ও আহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক(এস আই) নাজমুল হাসান জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী শুভযাত্রা ও পাটুরিয়া থেকে ছেড়ে আসা লাক্সারী কোচ ধামরাইয়ের কচমচ এলাকায় পৌঁছালে দুই বাসে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত ও ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানায়, দূর্ঘটনার শিকার বাস দুটোকে উদ্ধার করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় সনাক্তকরন চলছে।