সব
এক্সপ্রেস প্রতিবেদক:
তথ্য প্রযুক্তির অপব্যবহার ও প্রশ্ন ফাঁসের অপসংস্কৃতি থেকে বিরত থেকে দেশের সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার সকালে সাভারে ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, শিক্ষার্থীরা বছরের প্রথম দিন বই গ্রহণ ও তথ্য প্রযুক্তি ব্যবহারসহ যে সুবিধা পাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলে এসব চালু থাকবে। আর যদি দুর্নীতিবাজ অপশক্তি ক্ষমতায় আসলে এসব সুবিধা বন্ধ হয়ে যাবে।
ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্ব এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহার, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্যাহ বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পরে মন্ত্রী ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ করেন।