সাভারে যাত্রীবেশে ডাকাতির চেষ্টা; আটক ৬

আগের সংবাদ

সাভারে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পরের সংবাদ

সাভারে র্দুনীতি বিরোধী মানববন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:৪৬ অপরাহ্ণ, ০২/০৪/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

‘র্দুনীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮’ উপলক্ষ্যে সাভারে র্দুনীতি বিরোধী মানব বন্ধন, পথাসভা ও গণসংগীত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে সাভার উপজেলা র্দুনীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) এর আয়োজনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভারের আশুলিয়ার ডেন্ডবর এলাকায় কয়েক শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ এই মানব বন্ধন ও পথসভায় অংশ নেন।

অংশ গ্রহনকারীর জানান, র্দুনীতি প্রতিরোধ করতে সমাজের সকল পেশার নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে সমাজ র্দুনীতিমুক্ত করতে সহজ হবে। না হলে দেশ ও জাতি ধ্বংস হবে। পাশাপাশি র্দুনীতিবাজ আরও সক্রিয় হবে।

মানব বন্ধন ও পসভা শেষে আলোচনা ও গণসংগীতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান। এসময় আর উপস্থিত ছিলেন উপজেলা র্দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নাঈম ও ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভপতি ফিরোজ কবির ও আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়সহ আরো অনেকে।