সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলাবাড়িয়া বাসষ্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, নাহিদ উজ্জামান এবং ইউনুস আলী। তারা দুই জনেই শাহ সিমেন্ট কোম্পানীর মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
সাভার মডেল থানার এসআই আসাদ হোসেন জানান, মোটরসাইকেল যোগে ওই ৩ ব্যক্তি সাভারের হেমায়েতপুর থেকে ব্যাংক কলোনী যাওয়ার পথে রাজফুলবাড়িয়া এলাকায় পৌছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই জন মারা যান। পরে স্থানীয়রা গুরুত্বর অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।
ঘটনার পর দ্রুত গতিতে পালিয়ে যায় ঘাতক ট্রাকটি। ট্রাক ও এর চালকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।