সব
এক্সপ্রেস প্রতিবেদক:
ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার ময়না তদেন্তর ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই অথিল রঞ্জন সরকার জানান, পথচারীদের খবরের ভিত্তিতে ঢাকা আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে র্দুবৃত্তরা হত্যা করে লাশ ফেলে গেছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার চেষ্ঠা চলছে ও পাশাপাশি ঘটনার জড়িত ব্যক্তিদের খোঁজ নেয়া হচ্ছে।