আশুলিয়ায় কারখানার গুদামে অগ্নিকান্ড

আগের সংবাদ

আশুলিয়ায় কার্ভাড ভ্যানের চাপায় কারখানা কর্মকর্তা নিহত

পরের সংবাদ

নিজের অপহরনের পরিকল্পনায় রাজি না হওয়ায় সাভারে কলেজ ছাত্রকে হত্যা; গ্রেপ্তার দুই

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:০১ অপরাহ্ণ, ২০/০৩/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে নিজের অপহরনের পরিকল্পনায় রাজি না হওয়ায় বন্ধুরা মাহদুদুর রহমান ফয়সাল নামে কলেজ ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করে বালু চাপা দিয়ে দেয় পাষন্ড বন্ধুরা। নিখোঁজের ১৬ দিন পর মাহমুদুর রহমান ফয়সালের মৃতদেহ বালু চাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের বন্ধু রাজু ও আকাশ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে সাভারের জোরপুল এলাকার একটি খোলা মাঠের বালু চাপায় দেয়া অবস্থায় তাকে উদ্ধার করে।

নিহত মাহমুদুর রহমান ফয়সাল সাভারের হেমায়েতপুরের মো. মাসুদ রানার ছেলে। সে সাভারের কলেজ এক্স এ একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

গ্রেপ্তার রাজু ও আকাশ তারা দুইজনই রাজধানীর হাজারীবাগে চামড়া কারখানায় কাজ করতো। রাজু সাভারের হোময়েতপুরের আইয়ুব আলীর ছেলে ও আকাশের গ্রামের বাড়ি দিনাজপুরের বিরামপুরে।

নিহতের চাচা মো. মিন্টু মিয়া জানান, রাজু ও আকাশ ফয়সালকে হত্যা করে বালু চাপা দেয়। এ ঘটনায় তোফায়েল হোসেন তুহিন নামে আরও এক ব্যক্তি জড়িত রয়েছে। সে পালাতক রয়েছে। রাজু নিহতের ফয়সালের দুসম্পর্কের মামা। রাজুসহ তার দুই বন্ধু আকাশ ও তুহিন পরিকল্পনা করে ফয়সালকে হত্যা করে। এই হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিম সুপার মো. খোরশেদ আলম জানান, গত ৫ মার্চ রাতে কলেজ ছাত্র ফয়সাল বাসা থেকে বের হওয়ার নিখোঁজ হয়। এরি ধারাবাহিকতায় পুলিশ তদন্ত শুরু করে । পরে মুঠোফোনের সূত্র ধরে তার দুই বন্ধুকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাদের তথ্যের ভিত্তিতে সাভারের হোমায়েতপুরের পাশ্ববর্তী জোরপুল এলাকায় বালু চাপায় দেয়া অবস্থায় ফয়সালের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। তারা ফয়সালকে নিয়ে অপহরনের নাটক সাজিয়ে ফয়সালের বাবার কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা সাজায়। ফয়সাল রাজি না হওয়ায় তাকে সেখানেই শ্বাসরোধ করে হত্যা করে বালু চাপা দেয় বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেপ্তার দুইজন। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার চেষ্টা চলছে।