সব
এক্সপ্রেস প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী বাস স্ট্যান্ডে কোটি টাকা ব্যায়ে নব-নির্মিত ফুট ওভার ব্রীজ শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ মার্চ) দুপুরে এ ফুট ওভার ব্রীজের উদ্বোধন করেন স্থানীয় এমপি ঢাকা-২০ বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক । ব্রীজ উদ্বোধন কালে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজনের করা হয়।
এসময় ধামরাই সুতিপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি রেজুয়ার রহমান রেজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা পরিষদ সদস্য হাজী মাহাতাব আলম, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করীম রাজা,উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হাজী আব্দুল গণি,উপজেলা সেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার হোসাইন, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।