সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের ব্যাংকটাউন এলাকা থেকে ডাকাতি হওয়া ডিম ভর্তি ট্রাক রাজধানীর মিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত ৫ ডাকাতকে আটক করা হয়েছে।
শনিবার সকালে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-তোফা, নয়ন, শাহীন, ইসমাইল ও স্বপন।
সাভার আমিনবাজার ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, গত ৭ মার্চ সাভার থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় পৌছালে ট্রাকটির গতিরোধ করে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি ছিনিয়ে নেয়। এসময় চালকে বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের পরে পুলিশ ট্রাকটি উদ্ধারে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় আজ ৫ ডাকাতসহ মিরপুর থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে মোহাম্মদপুর থেকে ডাকাতি হওয়া ডিম উদ্ধার করা হয়।
ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশ।