ধামরাই

স্মৃতিসৌধে শহীদের প্রতি ভিয়েতনামের রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

আগের সংবাদ

আশুলিয়ার ধামসোনায় ‘চেয়ারম্যান-জনতার সভা’

পরের সংবাদ

ধামরাইয়ে ট্রাক উল্টে দিনমজুরের মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৩১ পূর্বাহ্ণ, ০৫/০৩/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

ধামরাইয়ের বেলীশ্বর এলাকায় এলাকায় বালু ভর্তি ট্রাক উল্টে আনোয়ার হোসেন নামে দিনমুজর নিহত হয়েছে। ঘটনার পর থেকে চালক পালাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে সাটুরিয়া-কালামাপুরের আঞ্চলিক সড়কের ধামরাইয়ের বেলীশ্বর এলাকায় এই র্দুঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন টাঙ্গাইল জেলার কালিহাটি থানাধীন পুঙ্গলী গ্রামের আবদুল গনির ছেলে। তিনি র্দুঘটনা কবলিত ট্রাকে বালু উঠা নামানোর দিনমজুরের কাজ করে আসছিলো।

এ বিষয়ে ধামরাই থানার কাওয়ালীপাড়া ফাড়ি ইনচার্জ শেখ মো. সোহেল রানা জানান, টাঙ্গাইল থেকে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশে খাদেঁ উল্টে যায়। এসময় বালু ভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে আনোয়ার হোসেন মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে চালককে পাওয়া যায়নি। এদিকে র্দুঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।