এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় গ্রামীন প্রেক্ষাপটে সরকারের প্রতি সাধারণের প্রত্যাশা ও প্রাপ্তি লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট শীর্ষক এক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আশুলিয়ার গাজীরচট এএম স্কুল এন্ড কলেজের মাঠে ধামসোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ধামসোনা ইউপি’র চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে এ সভার সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড মেম্বর মোঃ মইনুল ইসলাম ভূঁইয়া।
এসময় এ ওয়ার্ডের ড্রেনেজ ও গ্যাসসহ নানা বিষয়ের সমস্যাবলী তুলে ধরেন এলাকাবসী। পরে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা উন্নয়ন কাজের প্রক্রিয়ার কথা তুলে ধরে সমস্যা সমাধানে আশ্বাস দেন।
এসময় এ ওয়ার্ডের সাধারন জনতা উপস্থিত ছিলেন।