আশুলিয়ায় গাজিরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজের পুরুস্কার বিতরণ

আগের সংবাদ

রাজধানীর জনসভা ঘিরে আশুলিয়ায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা

পরের সংবাদ

সাভারে যুবকে কুপিয়ে হত্যা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৫৬ পূর্বাহ্ণ, ০৩/০৩/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে অজ্ঞাত পরিচয়ের এক যুবকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

শনিবার সকালে সাভার ভাটপাড়া এলাকার একটি বালুর মাঠে অজ্ঞাত ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সাভার মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ভাটপাড়া এলাকার একটি বালুরমাঠ থেকে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহটি প্রেরণ করা হয়।

এই ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।