ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারী ধামরাইয়ে গ্রেপ্তার

আগের সংবাদ

`জাতিসংঘে বাংলা চাই' সাভারে ভোটিং শুরু

পরের সংবাদ

সাভারে শেষ হলো বিএনসিসি’র প্রশিক্ষণ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৪৬ অপরাহ্ণ, ২৮/০২/১৮
এক্সপ্রেস প্রতিবেদক:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ১২ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য সেন্ট্রাল ক্যাম্পিং এর শেষ হয়েছে। বুধবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকার বিএনসিসি’র প্রশিক্ষণ একাডেমীতে কুচকাওয়াজের মধ্য দিয়ে এ প্রশিক্ষণের শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনসিসি’র মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম ফেরদৌস এনডিসি ও পিএসসি। এসময় প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণ শৃঙ্খলা নিয়মনুবর্তীতার মাধ্যমে নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে। বিএনসিসির প্রতিটি সদস্যদেরকে নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত থাকারও আহবান জানান তিনি।
দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৬৪৫ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এই বিভাগের সর্বশেষ