এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় গাজিরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এ পুরুস্কার বিতরণ করা হয়।
ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্ণিং বডির সভাপতি মোঃ এনামুল হক মুন্সী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার, আশুলিয়া থানার অপারেশন ওসি মোঃ জাহিদুল ইসলাম ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।